১০০০ দিন ধরে অপরাজিত আর্জেন্টিনা
কলকাতা টাইমসঃ
১০০০ দিন ধরে অপরাজিত আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাইয়ে শেষবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর আর্জেন্টিনা খেলে ফেলেছে নয় নয় করে ৩০টি ম্যাচ। অজেয় হয়ে ওঠা লিওনেল মেসিরা কোথায় গিয়ে থামবেন তা এখন চর্চার বিষয়। টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা আগামীকাল ভোরে ইকুয়েডরের বিরুদ্ধে জিতলেই এক টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার বিরল রেকর্ড স্পর্শ করবে।
প্রসঙ্গত, ল্যাতিন আমেরিকার শক্তিশালী দলগুলোর মধ্যে ব্রাজিলের সঙ্গে তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কিন্তু কোনো ম্যাচেই আর্জেন্টিনাকে হারাতে পারেনি তারা। এর মধ্যে ব্রাজিলের মাঠেই ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে কোপা আমেরিকার শিরোপা।