এবার নরওয়ের কাছে অ্যান্টি ওয়ারশিপ মিসাইল চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট
কলকাতা টাইমসঃ
এবার নরওয়ের কাছে অ্যান্টি ওয়ারশিপ মিসাইল চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট। বুধবার নরওয়ের সংসদে এক ভার্চুয়াল বক্তিতায় এই সাহায্যের আবেদন জানান জেলেনস্কি। এমনকি রাশিয়ার জন্য সমুদ্রবন্দর বন্ধেরও আহ্বান জানান তিনি। সূত্রের খবর প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় দেশগুলোর কাছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, হারপুন রকেট, মহাকাশ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়া সাহায্যের আহ্বান জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আপনাদের সহযোগিতা দেওয়া সকল অস্ত্র আমাদের এবং আপনাদের স্বাধীনতা রক্ষার জন্য ব্যবহার করা হবে। একইসঙ্গে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনের সমুদ্রবন্দর অবরোধ করছে। তারা দস্যুবৃত্তি করছে।