পাক ‘গোরা সাহেব’ ও টিকটিকি, গোপন তথ্য ফাঁস করলেন জারদারি – KolkataTimes
April 27, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাক ‘গোরা সাহেব’ ও টিকটিকি, গোপন তথ্য ফাঁস করলেন জারদারি

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ‌‘গোপন’ তথ্য ফাঁস করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, ইমরান খান টিকটিকি ভয় পান।

আপনি কীভাবে এটা জানলেন; অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা জারদারি বলেছেন, ইমরান খানের গোপন তথ্য শুধু রেহাম খানই (ইমরান খানের প্রাক্তন স্ত্রী) জানেন তা নয়। আমিও কিছু জানি!

২০০৭ সালে কয়েক ঘণ্টার জন্য আটক ছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ওই সময়ই তার টিকটিকি সম্পর্কিত ভয় প্রকাশ্যে আসে। কারাগারে নানা সীমাবদ্ধতার বিষয়ের দিকে ইঙ্গিত করে জারদারি মজা করে বলেন, ‌‘যদি কখনো কারাগারে ইমরান খানকে রাখা হয়, তাহলে গোরা সাহেব (ইমরান খান) বিশাল অসুবিধায় পড়বেন।’কারাগারের জীবন নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জারদারি আরও মজার তথ্য দেন। তিনি জানান, কারাগারে জুলফিকার আলী ভুট্টোর (জারদারির শ্বশুর ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী) লাগানো গাছের ফল খেয়েছেন তিনি। তিনি নিজেও কারাগারে গাছ লাগিয়েছেন এবং কারাগার থেকে বের হওয়ার আগে সেই গাছের ফল খাওয়ার অভিজ্ঞতাও তার হয়েছে।

Related Posts

Leave a Reply