ঘরে বসেই ২ ইঞ্চির টিভিতে ১২০ ইঞ্চি পর্দায় দেখুন সিনেমা
[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :
টিভি দেখতে কেমন? চারকোণো বক্স’র মতো? হ্যাঁ তাই। তবে এ টিভি বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে চলে এসেছে মোবাইল ফোনের পর্দাতে। তবে সম্প্রতি এর থেকেও আরও ছোট আকারে পাওয়া যাচ্ছে টিভি! অর্থাৎ দুই ইঞ্চির ডিভাইসে এখন থেকে টিভি পাওয়া যাবে! তবে পর্দা কিন্তু দুই ইঞ্চির নয়, পুরো ১২০ ইঞ্চির! ভাবুন এবার কি চমকপ্রদ তথ্য! জানা গেছে, নিউ ইয়র্কের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আরআইএফ৬ বানিয়েছে ওই টিভি। যার অবস্থা ২ ইঞ্চির একটি ডিভাইসে। কিন্তু এই ডিভাইসটির সাহায্যে ১২০ ইঞ্চি পর্দায় যে কোনো সিনেমা বা গান দেখা সম্ভব। নতুন এই প্রজেক্টরের নাম আরআইএফ৬ কিউব। এটি একটি হাই রেজুলেশনের মোবাইল প্রজেক্টর। ২০ হাজার ঘণ্টা পর্যন্ত এর এলইডি বাল্বটি সচল থাকবে। এই প্রজেক্টরে প্রতিদিন একটি করে মুভি দেখলে ২০ বছর পর্যন্ত এটি ব্যবহার করা যাবে। একবার চার্জে ৯০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। হোম সিনেমা, অফিস, শিক্ষা ও বিনোদন সহ সব ক্ষেত্রেই এই প্রজেক্টর ব্যবহার করা যাবে। প্রজেক্টরটির নিজস্ব স্পিকার রয়েছে। এতে মাইক্রো এসডি কার্ড রিডার এবং মোবাইল ইনপুট দেয়ার ব্যবস্থা রয়েছে। এতে এমএইচএল এবং এইচডিএমআই পোর্ট ব্যবহারের সুবিধা রয়েছে।