দিনে-দুপুরে ফিল্মি কায়দায় কংগ্রেস নেতা-গায়ককে খুন করল কানাডার কুখ্যাত গ্যাংস্টার
রবিবার নিজের গাড়িতেই হামলার শিকার হন মুসেওয়ালা । পাঞ্জাবের মানসা জেলায় জাওহাররে গ্রামে তাঁর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। জখম রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।
কংগ্রেস নেতা তথা পাঞ্জাবি এই সঙ্গীতশিল্পী একাধিক বিতর্কে জড়িয়েছিলেন। রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে উঠেছিল যে আলাদা করে পুলিশি নিরাপত্তার ব্য়বস্থা রাখা হয়েছিল তাঁর জন্য । শনিবার সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়। তার ঠিক পরদিনই এই হামলা। মুসেওয়ালার গাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি চালানো হয়। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর গাড়ি। গাড়িতে মুসেওয়ালা ছাড়াও তাঁর দুই বন্ধু ছিলেন। তাঁরা গুরুতর জখম।
গ্যাংওয়ারের কারণে এমন হামলা বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। কানাডার কুখ্যাত গ্যাংস্টার এই হামলার দায় স্বীকারও করে নিয়েছে বলে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে কানাডার লরেন্স বিশনোই গ্যাং মুসেওয়ালার উপর হামলা চালিয়েছে। ওই গ্যাংয়ের সদস্য লাকি, সে এই হামলার দায় স্বীকার করে নিয়েছে। গোটা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ।
উল্লেখ্য, সিধু মুসেওয়ালার পুরো নাম শুভদীপ সিং সিধু। ২৮ বছর বয়সি এই গায়ক সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।