অ্যালকোহল শুধু হার্ট-মস্তিষ্কই নয়, দেয় স্কিন ক্যান্সারও!
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
এতদিন শুনতাম নিয়মিত অ্যালকোহল সেবন করলে হার্ট অ্যাটাকে মরার আশঙ্কা বেড়ে যায়। সেই সঙ্গে মস্তিষ্কে গোলযোগও হতে পারে। কিন্তু একি! চিকিৎসকরা প্রচার শুরু করছেন মদ্যপান থেকে নাকি হতে পারে স্কিন ক্যান্সারও। আসলে সম্প্রতি প্রকাশিত একাটি আন্তর্জাতির গবেষণা পত্র অনুসারে প্রতিদিন দু পেগ করে অ্যালকোহল গলায় ঢাললেও হতে পারে নন-মেলানোমা স্কিন ক্যান্সার, যা বেজায় কম বয়সেই থামিয়ে দিতে পারে জীবনের বিজয় রথ।
কী বলা হয়েছে গবেষণায়?
ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত সেই গবেষণা পত্র অনুসারে প্রতিদিন অ্যালকোহলের মাত্রা ১০ গ্রাম বাড়ালেই বেসাল সেল কার্সিনোমা বা “বি সি সি” নামক স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ শতাংশ বেড়ে যায়, আর স্কুয়োমস সেল কার্সিনোমা বা “সি এস সি সি” এর আশঙ্কা প্রায় ১১ শতাংশ বাড়ে। প্রসঙ্গত, এই দু ধরনের ক্যান্সারের প্রকোপ ভাবতবর্ষে সবথেকে বেশি। তাই সাবধান থাকার সময় মনে হয়ে এসে গেছে বন্ধুরা।
গবষণা চলাকালীন লক্ষ করেছিলেন গবেষকরা অ্যালকোহলের সঙ্গে এই দু ধরনের ক্যান্সারের যোগটা কোথায় তা জানতে প্রায় ১৩ টি পৃথক পৃথক স্টাডি করা হয়, যাতে ৯১,৯৪২ বিসিসি ক্যান্সার এবং ৩২৯৯ সি এস সি সি ক্যান্সার রোগীর ডেটা বিশ্লেষণ করা হয়েছিল। এই মেটা অ্যানালিসিস চলাকালীন গবেষকরা দেখেছিলেন অ্যালকোহলের সেবনের সঙ্গে এই দুই ধরনের নন-মেলানোমা ক্যান্সারের গভীর যোগ রয়েছে। শুধু তাই নয়, মদ্যপানের মাত্রা বাড়-কমার উপরও অনেক কিছু নির্ভর করে। তাই এমনটা ভেবে নেওয়া ভুল হবে যে কম মাত্রায় ড্রিঙ্ক করলে ক্ষতির আশঙ্কা কম থাকবে।
তাহলে উপায়:
গত কয়েক বছরে বিশ্বজুড়ে প্রকাশিত আন্তর্জাতিক ডেটাগুলির দিকে নজর ফেরালে বুঝতে পারবেন কী হারে অ্যালকোহল সম্পর্কিত মৃত্যুর হার বেড়েছে। সেই সঙ্গে তো এখন ক্যান্সারের মতো মারণ রোগের সম্পর্কেও জুড়ে গেছে। তাই সময় থাকতে থাকতে সাবধান হওয়াটা জরুরি। না হলে কিন্তু…