শম্ভাজি-ধারাশিব রেখে ‘হিন্দুত্বের স্লোগান’ কাড়তে মরিয়া উদ্ধব
কলকাতা টাইমস :
বৃহস্পতিবারের আস্থা ভোটের ভাগ্য ঝুলে সুপ্রিম কোর্টে ৷ রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সিদ্ধান্তকে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছে টিম ঠাকরে৷ মারাঠা মুলুক জুড়েই ডামাডোল চলছে। মহারাষ্ট্র সরকারের ভবিষ্যৎ কী তা শিবসেনার একাংশের বিদ্রোহের কারণে অনিশ্চিতভাবে ঝুলে রয়েছে। এর মধ্যেই মহারাষ্ট্রের দুই শহরের নাম বদলে সম্মতি দিল উদ্ধবের মন্ত্রিসভা। অওরঙ্গাবাদের নাম বদলে হচ্ছে শম্ভাজি নগর এবং ওসমানাবাদের নাম পাল্টে হচ্ছে ধারাশিব।
শিবসেনার তরফে জানানো হয়েছে, মুঘল সম্রাট অওরঙ্গজেবের নামাঙ্কিত শহর অওরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি শিবাজির ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ রাখা হয়েছে। নব্বইয়ের দশকে অওরঙ্গাবাদের নাম বদলের দাবি তুলেছিলেন তৎকালীন শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে । চাপে পড়ে এবার বাবার পথেই হাঁটল উদ্ধব ঠাকরে। বিশেষ অধিবেশন ডেকে শিবসেনা প্রধানকে শক্তিপরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। তার মধ্যেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছেন উদ্ধব। সেখানেই রাজ্যের দুই শহরের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, অওরঙ্গাবাদের নাম বদলে ‘শম্ভাজি নগর’ করার প্রস্তাব গৃহীত হয়েছে ৷ একই সঙ্গে ওসমানাবাদের নাম বদলে হয়েছে ধারাশিব। নভি মুম্বই বিমানবন্দরের নাম পরিবর্তন করে করা হতে পারে ডিবি পাটিল আন্তর্জাতিক বিমানবন্দর ।
১৭ শতকে যখন মুঘল সম্রাট অওরঙ্গজেব ওই অঞ্চলের শাসক ছিলেন, তখন ওই স্থানের নাম বদলে অওরঙ্গবাদ রাখা হয়। শম্ভাজির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন অওরঙ্গজেব । সেই মারাঠা নেতা শম্ভাজির নামেই ফের শহরের নামকরণ করার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। অন্যদিকে, হায়দরাবাদের শেষ শাসক মীর ওসমান আলি খানের নামানুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়। শহরের কাছাকাছি শতাব্দী প্রাচীন এক গুহার নাম থেকে নতুন নাম ধারাশিব রাখা হবে বলে প্রস্তাব পাশ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহীরা হিন্দুত্ব মতাদর্শকে তুলেই উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ করেছে, তাই শিন্ডের ‘হিন্দুত্বের স্লোগান’ কাড়তে মরিয়া উদ্ধব তড়ঘড়ি রাজ্যের দুই শহরের নাম বদল করতে মরিয়া।