১৫ লাখ পরিত্যক্ত অ্যাপের পাহাড়
পিক্সালেট জানিয়েছে, পরিত্যক্ত অ্যাপগুলোর নিরাপত্তাব্যবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। আপডেট না করা হলে অ্যাপগুলো সিকিউরিটি প্যাঁচ পায় না। ফলে নিরাপত্তা ছিদ্র তৈরি হয়। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আয় করতে চাইলেও নিয়মিতভাবে আপডেট করা প্রয়োজন। পরিত্যক্ত অ্যাপগুলোর ডেভেলপারদের এরই মধ্যে মেইল করেছে অ্যাপল। সময় দিয়েছে ৩০ দিনের। আপডেট না করা হলে অ্যাপ সরিয়ে নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে তাদের। গুগল জানিয়েছে, ১ নভেম্বর থেকে অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে তারা।