January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিহারে ফের ১০ জনের প্রাণ নিল বাজ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিহারে বজ্রবিদ্যুৎ যেন বিভীষিকা হয়ে দেখা দিচ্ছে। শনিবারও বাজ পড়ে মৃত্যু হল ১০ জনের। এই নিয়ে গত কয়েকদিনে বজ্রবিদ্যুতে মৃত্যুর সংখ্যা তিরিশ ছুঁইছুঁই। যা নিয়ে যথেষ্ট উদ্বেগ বেড়েছে মানুষের মধ্যে।

জানা গেছে, শনিবার বিহারের  সারান জেলাতে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। পাশাপাশি হাজিপুর, বাঁকা, সিওয়ান ও গোপালগঞ্জে একজন করে মৃত্যু হয়েছে। বিগত কয়েকদিন প্রবল বর্ষণে বাংলার প্রতিবেশী রাজ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ জুনই এই বাজের কারণে ১৬ জনের মৃত্যু হয়, একইভাবে ২০ জুন প্রাণ হারান ১৭ জন।

অপরদিকে, বন্যা কবলিত অসমেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। বন্যা-পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে। এর মধ্যে অসম ও মেঘালয়ের অবস্থা সবচেয়ে খারাপ। মণিপুরের লাগাতার ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

মণিপুরের নোনে জেলায় মারাংচিং স্টেশনের কাছে বুধবার গভীর রাতে নামা ধসের (Manipur Landslide) জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। তার মধ্যেই ফের এদিন সকালে ধসের খবর সামনে এসেছে।

Related Posts

Leave a Reply