November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাত সকালেই পার্থ-পরেশের কড়া নাড়লো ইডি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির তদন্তে শুক্রবার সকালে রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছেছে ইডির টিম।

জানা যাচ্ছে, পার্থ ও পরেশের পাশাপাশি এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডির একটি দল। সব মিলিয়ে এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সাতসকালে।

এসএসসি দুর্নীতিতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। ঘটনা হল, এই মামলায় সিবিআই দফতরে পার্থ, পরেশ, শান্তিপ্রসাদ তিনজনই এক এবং একধিকবার নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন। এবার তাঁদের বাড়িতে পৌঁছে গেল আর এক তদন্ত এজেন্সি ইডি।

এসএসসি নিয়োগে বিপুল টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে দাবি অনেকের। সেই সূত্রেই এই মামলায় তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিন রাজ্যের মোট তেরোটি জায়গায় এসএসসি দুর্নীতি সংক্রান্ত তদন্তে অভিযান চালাচ্ছে ইডি। সকাল দশটার সময়েও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। পার্থর বাড়ির বাইরের সামনে ও পিছনে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেইসঙ্গে নেতাজি নগর থানার পুলিশও পৌঁছেছে।

Related Posts

Leave a Reply