হংকংয়ে নীরব মোদীর ২৫০ কোটির বেশি সম্পত্তি বাজেয়াপ্ত
কলকাতা টাইমস :
পলাতক শিল্পপতি নীরব মোদীর হংকংয়ের বিপুল অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, হংকংয়ে নীরব মোদী গ্রুপ অফ কোম্পানির যাবতীয় গয়না, ব্যাঙ্ক ব্যালেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে যার পরিমাণ ২৫৩ কোটি ৬২ লাখ টাকা।
এদিন হংকংয়ে নীরব মোদীর কোম্পানিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত পলাতক হীরে ব্যবসায়ীর বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য দাঁড়াল ২ হাজার ৬৫০ কোটির বেশি।
উল্লেখ্য, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে নীরব মোদীর (Nirav Modi) বিরুদ্ধে। পলাতক আর্থিক অপরাধীর তালিকায় নাম রয়েছে তাঁর। এমনকি ইন্টারপোলের খাতাতেও তাঁর নাম জ্বলজ্বল করছে।
বর্তমানে নীরব মোদী ব্রিটেনের জেলে রয়েছেন। এর আগে ইডি নীরব মোদীর ভারত ও বিদেশের সম্পত্তি মিলিয়ে ২৩৯৬ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, যে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে তার একাংশ সংশ্লিষ্ট ব্যাঙ্কের হাতেও তুলে দেওয়া হচ্ছে।