বিশ্বের সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল পাওয়ারফুল ম্যান’ ভ্লাদিমির পুতিন!
নিউজ ডেস্কঃ
বিশ্বের সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল পাওয়ারফুল ম্যান’ ভ্লাদিমির পুতিন। যাকে বিশ্লেষণ করার সাধ্য কারও নেই। বিশ্ব রাজনীতিকে যখন তখন যে কোনও দিকে ঘুরিয়ে দিতে পারেন তিনি। কারণ আর কিছুই নয়, তিনি যা ভাবান বিশ্লেষকরা তাই-ই ভাবেন। রাশিয়ায় তাকে লৌহমানব বলা হয়।
রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে তিনি ছিলেন গোয়েন্দা। সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী কেজিবির হয়েও দায়িত্ব পালন করেছেন তিনি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, তিনি একজন মামুলি আইনজীবী হয়েও জীবন পার করে দিতে পারতেন। তিনি বলেন, আমি একজন গোয়েন্দা কর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি।
কেজিবি অফিসার হিসেবে পূর্ব জার্মানিতে দায়িত্ব পালনের সময় নিজের দক্ষতা ভালোভাবেই শানিয়ে নিয়েছেন। কিন্তু আমার শিক্ষাজীবন বলে দেয়, আমি ভিন্ন আরেকটি পেশাও বেছে নিতে পারতাম। পুতিন বলেন, আমি সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকতা করেছি। কাজেই আমি নীতিগতভাবে একজন আইনজীবী কিংবা অ্যাটর্নি হিসেবেও জীবনটা পার করে দিতে পারতাম।