‘মহাকাল’ বিতর্কে হৃত্বিক সরাতে বাধ্য হল জোম্যাটো
কলকাতা টাইমস :
চাপের মুখে পড়ে এবার হৃত্বিক রোশন অভিনীত বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হল জোম্যাটো ।
একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত ও হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছিল জোম্যাটো কর্তৃপক্ষ। বিতর্কিত বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। তাঁকে ওই বিজ্ঞাপনে বলতে শোনা যায়, তিনি একটি ‘থালি’ খেতে চান, তাই তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে জোম্যাটোর মাধ্যমে সেটি অর্ডার করেছেন।
এই বিজ্ঞাপনটি হিন্দু ধর্মে আঘাত বলে দাবি করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তাঁদের দাবি, মহাকালের খাবার স্বয়ং ভগবান শিবের প্রসাদ, তা খেতে টাকা তো লাগে না-ই, অনলাইনে অর্ডার করেও তা খাওয়া যায় না। এই বিজ্ঞাপন নিয়ে জোম্যাটো কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হন উজ্জয়িনীর কালেক্টর তথা মহাকাল মন্দির ট্রাস্টের চেয়ারম্যান আশিস সিং। টুইটারেও ‘বয়কট জোম্যাটো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়ে ওঠে।