সম্মতি নিয়ে যৌন সঙ্গমে নাবালিকা না সাবালিকা জানাটা ভিত্তিহীন : দিল্লি হাইকোর্ট
কলকাতা টাইমস :
পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপনের আগে সঙ্গী নাবালিকা কিংবা নাবালক কিনা সে ব্যাপারে নিশ্চিত না হলেও চলবে। সে জন্য তাঁর জন্ম তারিখ জানার প্রয়োজন নেই! নাবালিকার সঙ্গে যৌন সম্পর্কের এক মামলায় এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট ।
হাইকোর্ট সাফ জানিয়েছে, সঙ্গীর বয়স সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাঁর আধার কার্ড, প্যান কার্ড কিংবা অন্যান্য নথিপত্র দেখা জরুরি নয়।
এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর ‘নাবালিকা’ প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানির পর এই রায় ঘোষণা করেছেন বিচারপতিরা। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, যাঁর সঙ্গে তিনি সঙ্গম করেছেন, তাঁর জন্ম তারিখ তিন রকম। আধার কার্ডে একরকম, বার্থ সার্টিফিকেটে অন্যরকম ইত্যাদি। তিনি আরও জানিয়েছেন, মেয়েটি তাঁকে প্রতিবারই আলাদা জন্ম তারিখ জানাতেন। পরে সেই ঘটনাকেই হাতিয়ার করে নিজেকে ‘নাবালিকা’ বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি।