November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বঙ্গ : ফের স্ক্রাব টাইফাসের বলি দুই যুবকের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রাজ্যে ফের স্ক্রাব টাইফাসের হানা। বেশ কিছুদিন পর আবার এই রোগের আতঙ্ক ছড়াল বাংলায়। জ্বর, সঙ্গে খিঁচুনি নিয়ে ভর্তি হয়েও শেষরক্ষা হল না। এই ভাইরাসে আক্রান্ত হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটল বীরভূমে । মৃত একজনের বাড়ি বীরভূমে। অন্যজন ঝাড়খণ্ডের বাসিন্দা।

জানা গেছে, জ্বর নিয়ে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমের কাঁকরতলা থানার রসা গ্রামের বাসিন্দা বিকাশ বাউড়ি। হাসপাতালে ভর্তির পর থেকেই খিঁচুনি শুরু হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। অপরজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনিও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর কিডনির সমস্যাও ছিল। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে আবার মৃত্যুর জেরে চিন্তায় পড়েছে সিউড়ি হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে এই রোগ ঠিক সময়ে ধরা না পড়লে কিডনি, লিভারের সমস্যাও দেখা দিতে পারে। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এবং ঠিকঠাক ওষুধ খেলে মাত্র ৫-৭ দিনের মধ্যেই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এই স্ক্রাব টাইভাস টম্বিকুলিড মাইট নামে একধরনের পোকার কামড়ে হয়। বর্ষার সময়ে আগাছা কিংবা ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকে এই পোকা। জ্বরই এই রোগের প্রধান লক্ষণ।

Related Posts

Leave a Reply