চীনের মুদ্রা ইউয়ানের রেকর্ড পতন
কলকাতা টাইমসঃ
চীনের মুদ্রা ইউয়ানের রেকর্ড পতন। আজ বুধবার গত ১২ বছরের মধ্যে যা সর্বনিম্ন বলে জানা যাচ্ছে।প্রসঙ্গত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল ব্যাংক সুদের হার বাড়িয়েছে। এরপর থেকেই বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে ডলারের। তাই বিশ্বজুড়ে মুদ্রার পতন ঠেকানো যাচ্ছে না।
গত সোমবার ব্রিটিশ পাউন্ডের মূল্য কমে ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন রূপ নিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার পতন আজও অব্যাহত রয়েছে বলে খবর।