সেই স্টেডিয়াম গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো ইন্দোনেশিয়া
কলকাতা টাইমসঃ
ভয়াবহ স্মৃতি বিজড়িত সেই স্টেডিয়াম গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলো ইন্দোনেশিয়া। দিন কয়েক আগে এই স্টেডিয়ামেই সংঘর্ষের কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৩০ জনের। সেই ফুটবল স্টেডিয়াম সম্পূর্ণ ধ্বংস করে সেখানে নতুন স্টেডিয়াম তৈরী করার সিদ্ধান্ত নিলো ইন্দোনেশিয়া প্রশাসন। গতকাল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোরো উইডোডো বলেন, ফুটবল পাগল এই দেশে খেলার আমূল সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যেই এই স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন স্টেডিয়াম তৈরি করা হবে।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন উইডোডো। সেখানে তিনি বলেন, “মালাংয়ের কানজুরুহান স্টেডিয়ামকে আমরা পুরো ভেঙে ফেলব। তারপর সেখানে ফিফার নির্ধারিত মান বজায় রেখে নতুন স্টেডিয়াম তৈরি করব। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোও জানান, “ইন্দোনেশিয়া ফুটবল পাগল দেশ। এখানে ১০ কোটি মানুষের কাছে ফুটবল একটা প্যাশন। তারা যখন খেলা দেখতে যাবেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বও আমাদের।” প্রসঙ্গত, গত ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মালাংয়ে লিগের ম্যাচ চলার সময় সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পদপিষ্ট হয়ে ১৩০ জনের মৃত্যু হয়।