চুক্তি নিয়ে মোদীর ফোন ঋষিকে, নভেম্বরে সাক্ষাতের ইঙ্গিত
কলকাতা টাইমস :
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনক ১০ ডাউনিং স্ট্রিটে বসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর সঙ্গে প্রথম কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এদিন মোদী টুইট করে জানিয়েছেন, ভারত-ব্রিটেন বাণিজ্যিক চুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ঋষি সুনকের সঙ্গে।
মনে করা হচ্ছে চলতি বছরের নভেম্বরে জি ২০ বৈঠকের সময় সাক্ষাৎ ঘটতে পারে দুই দেশের প্রধানমন্ত্রীর। এদিন ফোনে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মোদী। সেইসঙ্গে তিনি টুইটে জানিয়েছেন, তাঁরা দু’জনেই দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সেরে ফেলার বিষয়ে একমত হয়েছেন।
মোদীর সঙ্গে ফোনে কথা হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছেন ঋষি সুনকও। নিরাপত্তা, প্রতিরক্ষাএবং অর্থনৈতিক ক্ষেত্রে দু’দেশ যাতে একসঙ্গে চলতে পারে সে ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঋষি সুনকের বয়স এখন ৪২ বছর। এই প্রথম এত কম বয়সে কেউ ব্রিটিশ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন।