গুলি পাক প্রধানমন্ত্রীর ইশারায়! শেহবাজ সহ তিন জনকে দায়ী করলেন ইমরান
কলকাতা টাইমস :
মিছিলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দিকে অভিযোগের আঙুল তুললেন ইমরান খান । প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে লংমার্চ করছিলেন। সেই সময়ে এক যুবক আচমকা এলোপাথাড়ি গুলি চালিয়ে বসে। ডান পায়ে গুলি লেগেছে ইমরান খানের। এর পরেই শাহবাজ শরিফ-সহ তিন জনের দিকে অভিযোগের আঙুল তুললেন ইমরান।
ইমরান খানের দাবি, তাঁর উপর এই হামলার নেপথ্যে রয়েছেন সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়জল নাসিরও। একথা একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন ইমরান-ঘনিষ্ঠ আসাদ উমর। তিনি বলেন, হাসপাতাল থেকেই তাঁদের ডেকে পাঠিয়েছিলেন ইমরান। সেখানেই এই তিনজন সন্দেহভাজনের নাম করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এমনকি তিনি এও আন্দাজ করেছিলেন, তাঁর উপর হামলা হতে পারে। এই তথ্য দেশবাসীকে জানানোর জন্যও ইমরান তাঁদের বলেছেন বলে দাবি করেছেন উমর।