এবার সেনাতেও পরিচিতি সত্ত্বার রাজনীতি! আদিবাসী আনার দাবি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর
শনিবার নবান্নে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় পর্ষদের বৈঠকে এই দাবি পেশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন । স্বরাষ্ট্রমন্ত্রী তথা পর্ষদের চেয়ারম্যান অমিত শাহের উদ্দেশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, পূর্বাঞ্চলীয় পর্ষদের তরফে প্রতিরক্ষা মন্ত্রককের কাছে এই প্রস্তাব পাঠানো হোক।
গত লোকসভা নির্বাচনে ভোটের স্বার্থে ভারতীয় সেনার বীরত্বকে নিজের সাফল্য বলে চালানোর অভিযোগ উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। বিরোধীরা এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নালিশ জানায়। যদিও কমিশন প্রধানমন্ত্রীকে ক্লিনচিট দেয়। তবে পরে জানা যায়, তিন সদস্যের কমিশনের একজন সদস্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।