বছর শুরুর আগেই করোনা সতর্কতার বার্তা প্রধানমন্ত্রীর মুখে
উল্লেখ্য, ওমিক্রনের নয়া প্রজাতি BF.7-এর সংক্রমণ নিয়ে বাড়ছে উদ্বেগ। প্রথমবারের মতো এবারও আতঙ্কের উৎস সেই চিন । সেখানে দিনে লাখো মানুষের সংক্রমণের তথ্য মিলছে। এরপর ভারতও তড়িঘড়ি জরুরি বৈঠক করে কোভিড মোকাবিলার ব্লু প্রিন্ট ছকে ফেলেছে। ইতিমধ্যে একাধিকবার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
এদিনের ‘মন কি বাতে’ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রতিও সম্মান জানিয়েছেন। উঠে এসেছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা। যোগাভ্যাস রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে। প্রধানমন্ত্রীর মতে, যোগাভ্যাস ১৫ শতাংশ রোগীর রোগ ফিরে সম্ভাবনা কমিয়েছে।