September 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

যোগ্য দেশনেতার অভাবে স্বীকৃতি পায়নি ভারত : শিবরাজ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বিজ্ঞান উৎসবের সূচনায় ভাষণ দিতে গিয়ে শুধু পুষ্পক রথ নয় ভাষ্করাচার্য নিয়ে ছোট-ছেলেমেয়েদের পড়াশোনা করা  মত প্রকাশ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ পটেল। কারণ আইজ্যাক নিউটনের বহু আগেই ভারতের ভাষ্করাচার্য মাধ্যাকর্ষণের কথা বলেছিলেন”, এমনটাই বলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিজ্ঞানের উন্নতিতে পশ্চিমি দুনিয়ার চেয়ে ঢের বেশি এগিয়েছিল ভারত। কারণ ৭ হাজার বছর আগেই পুষ্পক রথ বানিয়ে ফেলেছিলেন ভারতীয়রা। কিন্তু যোগ্য দেশনেতার অভাবে স্বীকৃতি পায়নি তাঁদের এই আবিষ্কার। আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের সূচনায় এমনই মন্তব্য করলেন বিজেপিশাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । শুধু আকাশে ওড়ার যানই নয়, মাধ্যাকর্ষণ ও অ্যাটমিক তত্ত্বও পশ্চিমি দুনিয়ার অনেক আগেই আবিষ্কার করেছিলেন ভারতীয় বিজ্ঞানীরা- এমনটাই মত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। তাঁর মতে, পশ্চিমি দুনিয়ার থেকে ভারত বিজ্ঞান শিখেছে, এরকম ধারণা ছেড়ে বেরিয়ে আসা দরকার।

শিবরাজ আরও “গর্বের সঙ্গে আমি বলতে পারি, ডালটনের অ্যাটমিক থিওরি আবিষ্কারের প্রায় ২ হাজার বছর আগেই এই তত্ব প্রকাশ করেছিলেন মহর্ষি কণাদ। 

Related Posts

Leave a Reply