ভদকার স্থানে বোতলই পেটে, দেখেই ডাক্তাররা ….
কলকাতা টাইমস :
ভদকার স্থানে ভদকার বোতলই পেটে। দেখে ভিমরি খাবার জোগাড় ডাক্তারদের। ঘটনাটি নেপালের। জানা গেছে, পেটে অসহ্য যন্ত্রণা, মলদ্বারে রক্তপাত নিয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন যুবক। আলট্রাসোনোগ্রাফি করে চমকে গিয়েছিলেন ডাক্তাররা। দেখা যায়, যুবকের পেটের ভেতরে একটি বোতল রয়েছে। দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। যুবকের তখন মরমর অবস্থা। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে যুবকের পাকস্থলী থেকে বের হয় একটি ভদকার বোতল।যুবকের নাম নারসা মানসুরি। নেপালের রাউতহাট জেলার বাসিন্দা। নারসাদ জানিয়েছে, মাতাল অবস্থায় তাঁরই এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়। সেই বন্ধুই তাঁর পায়ু দিয়ে ভদকার বোতল ঢুকিয়ে দেয়। এই ঘটনায় নারসাদের ওই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।ডাক্তারবাবুরা বলছেন, বোতলটি মলদ্বারে গভীর ক্ষত করেছে। সেটি ভেঙে পেটের ভেতরে ঢুকে গিয়েছিল। অন্ত্রের কিছু জায়গায় ক্ষত তৈরি হয়েছে। যুবকের পেটের ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল। মলদ্বার দিয়েও রক্তপাত হচ্ছিল। তবে বোতলটি পুরোপুরি ফেটে গেলে পাকস্থলী ছিন্নভিন্ন হত। তার আগেই সেটি অপারেশন করে বের করে দেওয়া হয়। যুবকের অবস্থা এখন স্থিতিশীল।