দুবাইয়ের বহুতলে পুড়ে ছাই মৃত ভারতীয়-সহ ১৬
দুবাইয়ের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৬ জনের। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়। জানা গিয়েছে, শনিবার দুপুরে আগুন লাগে দুবাইয়ের ওই বহুতল আবাসনে। বাসিন্দাদের বের করে নিয়ে আসার চেষ্টা সত্ত্বেও আটকে পড়েই মৃত্যু হয় ১৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন চার ভারতীয়।
শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে দুবাইয়ের আল রাস নামে একটি এলাকায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হলেও ওই বহুতলে আটকে পড়েন অনেকেই। দমকল বাহিনী এসে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরেই জানা যায়, আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১৬ জনের।
দুবাইয়ের ভারতীয় কনসুলেটের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার ভারতীয়ের। তার মধ্যে রয়েছেন কেরলের এক দম্পতি। তবে তাঁরা ওই আবাসনের বাসিন্দা কিনা তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে মৃত্যু হয়েছে তামিলনাড়ুর দুই পরিযায়ী শ্রমিকেরও। সালিয়াকুন্ডু নামে এক ব্যক্তি ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সেই সঙ্গে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আবদুল খাদের নামে আবাসনের এক কাঠমিস্ত্রিরও।