শেষ ৩ বলে দরকার ১০ রান, হাতে ৪ উইকেট- এরপরও ম্যাচ হারলো রাজস্থান
কলকাতা টাইমসঃ
শেষ ওভারে দরকার ছিলো ২০ রান। হাতে রয়েছে ৫ উইকেট। আর, শেষ তিন বলে দরকার ছিলো মাত্র ১০ রান। তখনও হাতে রয়েছে চার উইকেট। এই পরিস্থিতিতেও ম্যাচ হেরে গেলো রাজস্থান রয়্যালস। শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিলো বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সৌজন্যে বেঙ্গালুরুর হার্শাল প্যাটেল।
এদিন রাজস্থান রয়্যালসের জয়ের জন্য দরকার ছিল ১৯০ রান। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই জস বাটলারকে হারায় রাজস্থান। তবে যশস্বী জয়সোয়াল আর দেবদূত পাড়িকল হাল ধরেছিলেন। পরে ধ্রুব জুরেল ও রবিচন্দ্রন অশ্বিনও শেষ ওভার পর্যন্ত লড়েছেন। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিলো ২০ রান। হাতে তখন পাঁচ উইকেট। কিন্তু ওই ওভারে অশ্বিনের উইকেট হারিয়ে মাত্র ১২ রান তুলতে পেরেছিল রাজস্থান।