November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জাপান সীমান্তে ভেঙ্গে পড়লো মার্কিন যুদ্ধ বিমান

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জাপানের উপকূলে ভেঙ্গে পড়লো মার্কিন ফাইটার জেট। F15 যুদ্ধ বিমানটি সোমবার সকালে নাহার ৮০ কিলোমিতার দক্ষিণে হঠাৎই দুর্ঘটনার কবলে পরে।বিমানের পাইলটকে জাপানি সেনা উদ্ধার করেছে বলে জানা গেছে। যদিও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও এই খবরের সত্যাসত্য এখনো নিশ্চিত করা হয়নি। জাপানের স্থানীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

জাপানি সংবাদসংস্থার খবর অনুযায়ী, আমেরিকার কাদেনা এয়ারবেসের বিমান এটি। জাপানের সবথেকে বড় ইউএস মিলিটারি বেস হল কাদেনা। এই সেনা ঘাঁটিতে অন্তত ৪৭,০০০ মার্কিন সেনা রয়েছে। এই ধরনের দুর্ঘটনা একাধিকবার ঘটেছে জাপানে। এমনকি গত জানুয়ারিতে  জাপানের কাছে ক্ষমাও চান মার্কিন ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস।

কখনও ইউএস হেলিকপ্টার এমার্জেন্সি ল্যান্ডিং করছে, কখনও আবার জাপানের একটি স্কুলের মাথায় ভেঙে পড়েছে হেলিকপ্টারের অংশ। গত বছর MV-22 Osprey এয়ারক্রাফট ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। MV-22 Osprey এয়ারক্রাফট একাধিকবার দুর্ঘটনার মুখোমুখি হওয়ায় বিব্রত জাপানও। এছাড়া মার্কিন সেনার কার্যকলাপেও ক্ষুব্ধ ওকিনাওয়ার বাসিন্দারা। এর বিরুদ্ধে বিক্ষোভও দেখিয়েছে স্থানীয় মানুষজন।

Related Posts

Leave a Reply