বঙ্গে বেআব্রু ভোট, কমবেশি ৭০০ বুথে পুনর্নির্বাচন
শনিবার যে হিংসার ঘটনা ঘটেছে, রবিবারও অব্যাহত সেই একই ছবি। মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ভোটের দিনের হিংসার কারণে মৃত্যু হয়েছে ১৬ জনের! এবার যেসব বুথে হিংসা, ভোট লুঠের মতো ঘটনা ঘটেছে, সেইসব বুথে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।
কমিশন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কমবেশি ৭০০টি বুথে পুনর্নির্বাচন হবে সোমবার ।
এক নজরে দেখে নেওয়া যাক, কোন জেলায় কত বুথে পুনর্নির্বাচন হবে?
আলিপুরদুয়ার: ১
বাঁকুড়া: ৮
বীরভূম: ১৪
কোচবিহার: এখনও জানায়নি
দক্ষিণ দিনাজপুর: ১৮
দার্জিলিং: ০
হুগলি: ২৯
হাওড়া: ৮
জলপাইগুড়ি: ১৪
ঝাড়গ্রাম: ০
কালিম্পং: ০
মালদহ: ১১২
মুর্শিদাবাদ: ১৭৫
নদিয়া: ৮৯
উত্তর ২৪ পরগনা: ৪৬
পশ্চিম বর্ধমান: ৬
পশ্চিম মেদিনীপুর: ১০
পূর্ব বর্ধমান: ৩
পূর্ব মেদিনীপুর: ৩১
পুরুলিয়া: ৪
দক্ষিণ ২৪ পরগনা: ৩৬
উত্তর দিনাজপুর: এখনও কমিশন জানায়নি
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি পুনর্নির্বাচন হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জেলা মুর্শিদাবাদে। আর সবচেয়ে কম পুনর্নির্বাচন হতে চলেছে আলিপুরদুয়ারে। মাত্র ১টি বুথে এখানে পুনর্নির্বাচন হবে। সেইসঙ্গে এই তালিকায় এমনও জেলা রয়েছে, যেখানে একটি বুথেও পুনর্নির্বাচন হচ্ছে না।
প্রশ্ন হচ্ছে, শনিবার ভোটের দিন যে পরিমাণ হিংসার ঘটনা ঘটেছিল, পুনর্নির্বাচনেও কি তাই হবে? নাকি সেদিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরও আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে পুনর্নির্বাচন উতরে দেবে কমিশন? এখন দেখার কী হয় পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনে।