September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শর্ত পূরণ করলেই  মিলবে সরকারি পুরস্কার

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রকারি পুরস্কার ফেরানো রুখতে ‘লিখিত’ দাওয়াই পেশ করল সংসদীয় কমিটি। কমিটি জানিয়েছে, শর্ত পালন করলে তবেই মিলবে পুরস্কার।  এ বার থেকে সরকারি পুরস্কারপ্রাপকদের আগেই লিখিত ভাবে জানাতে হবে, কোনও অবস্থাতেই তাঁরা পুরস্কার ফেরাবেন না। একমাত্র তা হলেই মিলবে পুরস্কার।

সম্প্রতি মণিপুরে হিংসার প্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় অ্যাথলিটেরা পুরস্কার ফেরতের কথা বলেছিলেন। তারও আগে ব্রিজভূষণ মামলায় সরকারি পদক্ষেপ না হওয়ায় ক্ষিপ্ত কুস্তিগিরেরা গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়েছিলেন। তাঁদের কোনও মতে নিরস্ত করা হয় সেই যাত্রায়। কিন্তু পুরস্কার ফেরতের জেরে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় বলে মনে করছে সংসদীয় কমিটি। তাই এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে রোখা যায় তাই আগেভাগেই ‘মুচলেকা’ দেওয়ানোর প্রস্তাব দিয়েছে সংসদের পরিবহণ, পর্যটন এবং সংস্কৃতি সংক্রান্ত কমিটি। কমিটির আবেদন, সরকার এমন একটি ব্যবস্থা তৈরি করুক, যেখানে পুরস্কার পাওয়ার আগেই প্রাপক জানিয়ে দেবেন, তিনি কোনও অবস্থাতেই সেই পুরস্কার ফেরাবেন না। এ জন্য পুরস্কার প্রাপকদের পুরস্কার পাওয়ার আগেই একটি শপথপত্র পূরণ করতে হবে।

Related Posts

Leave a Reply