September 30, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম রোজনামচা

মুসলিম রোজাদারদের থেকে ভাড়া নেন না এই হিন্দু অটোচালক 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। ৩৪ বছর বয়সী এই অটোচালকের নাম প্রহ্লাদ সাউ। রোজগারপাতি সামান্য হলেও এক অসামান্য নজির রাখছেন চলতি রমজান মাসে। রমজান মাসের শুরুতে দিল্লীসহ ভারতের প্রায় সব অঞ্চলে রমজানে প্রচণ্ড গরম পড়ে। প্রহ্লাদ সিদ্ধান্ত নেন, রোজাদারদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেবেন। প্রথম দিন থেকেই এই সেবা শুরু করেন তিনি। নিজের অটোর সামনে একটি স্টিকারও লাগিয়েছেন, যেখানে লেখা ‘শুধু রোজাদার ব্যক্তিদের জন্য ফ্রি অটো সার্ভিস’।

প্রহ্লাদ জানিয়েছেন, ভাড়ার ট্রিপের পাশাপাশি দিনে ৮ থেকে ১০টি ফ্রি ট্রিপ দিচ্ছেন রোজাদারদের জন্য। এতে অবশ্য তার কিছুটা ক্ষতি হচ্ছে। কিন্তু এরপরও তিনি খুশি। তিনি বলছেন, দিনের বেলার এই কড়া রোদে রোজাদারদের একটু হলেও উপকারে আসতে পেরে আমি খুশি। এর মাধ্যমে তাদের আশীর্বাদ পাবো, এটাই যথেষ্ট। তিনি জানান, আসলে ঈশ্বর তো একজন। লোকে শুধু আমাদের মধ্যে পার্থক্য খুঁজে বের করে। এই মানসিকতা বদলাতে হবে।

 

Related Posts

Leave a Reply