যদি ভবিষ্যতে শেষকৃত্য হয় ভেবে মৃতদেহের নতুন ঠিকানা আইসক্রিম ট্রাক
কয়েক মাস আগেও গাজার ছবিটা ছিল অন্যরকম। আইসক্রিম ট্রাক মানে রকমারি আইসক্রিম হলেও এখন ওই ট্রাক মানে মৃতদেহের স্তুপ। এখন সেই আইসক্রিমের ট্রাক, গাড়িগুলোই নারী-শিশুদের মৃতদেহ রাখার নতুন ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। আইসক্রিমের গাড়িতে ঠেসে পুরে দেওয়া হচ্ছে মৃতদেহ, যাতে পরে অন্তত শেষকৃত্যের সুযোগ পাওয়া যায়।
আইসক্রিম ফ্রিজারগুলোর গায়ে এখনও বিজ্ঞাপনের ছবি রয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে শিশুরা আইসক্রিম খাচ্ছে। ফ্রিজার খুললেই ভ্যাপসা গন্ধে ভরে যাচ্ছে চারদিক। সেগুলোতে আর আইসক্রিম নেই, রয়েছে মৃতদেহের স্তূপ।
এই ট্রাকগুলি মূলত বিভিন্ন মার্কেটে গিয়ে আইসক্রিম ডেলিভারি করে। এখন সেগুলিই পরিণত হয়েছে অস্থায়ী মর্গে। ইজরায়েল-হামাসের যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, তাদের দেহই ভরে রাখা হচ্ছে ওই ট্রাকে।