দেশে ফিরেই ভারত নিয়ে নওয়াজের আক্ষেপে পাকিস্তানের মুখে থাপ্পড়
দেশে ফেরার আগে ভারতের সফল চন্দ্রযান অভিযান এবং দিল্লিতে জি-২০ সম্মেলন নিয়ে আক্ষেপ করেছিলেন। দেশে ফিরে পয়লা দিনেই বিলাপ করলেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভারত ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে মন্তব্য এখন সে দেশের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, অনেক ভাবনাচিন্তা করেই ইউরোপ-আমেরিকা বা আরব দুনিয়ার কোনও দেশ নয়, নওয়াজ একদা অখণ্ড ভারতের অপর দুই অংশ ভারত ও বাংলাদেশের অগ্রগতির প্রসঙ্গ টেনে আসলে জাতীয়তাবাদকে হাতিয়ার করতে চাইছেন। পাকিস্তানের মানুষকে বোঝাতে চাইছেন, তিনি পাকিস্তানকে ভারত ও বাংলাদেশের সমকক্ষ করে তুলবেন।
চার বছর বিদেশে স্বেচ্ছা নির্বাসনের জীবন কাটিয়ে শনিবার বিকালে দেশে ফিরে এসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দেশে ফিরেই পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রতিষ্ঠাতা শরিফ ঘোষণা করেছেন তিনি কারও বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান না। দেশে থাকার সময় জেলে ছিলেন। তখনই হারান বাবা, মা এবং স্ত্রীকে। শত অনুরোধেও জেল কর্তৃপক্ষ শেষ দেখার সুযোগ দেয়নি।