জ্যোতিপ্রিয়র আপ্ত সহায়কের বাড়বাড়ন্তে বহু ফ্ল্যাটে ইডি
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মন্ত্রীর আপ্ত সহায়ক কোনও আইএএস অফিসার হন না। ডব্লিউবিসিএস ক্যাডারও নন। অর্থাৎ তাঁদের বেতন আহামরি খুব বেশি নয়। কিন্তু এহেন আপ্ত সহায়কের যদি খাস কলকাতায় তিন তিনটে ফ্ল্যাট থাকে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি খুব দ্রুত হয়, তাহলে পড়শির কৌতূহল তো হবেই।
প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের সন্দেহ আরও গভীর। তাঁদের সন্দেহ, রেশন কেলেঙ্কারিতে ওতোপ্রত ভাবে যোগ ছিল অমিত দের। ধৃত রেশন ডিলার বাকিবুর রহমানের সঙ্গেও তাঁর তালমিল ছিল। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে অমিত দের নাগেরবাজারের ফ্ল্যাটে হানা দিয়েছে ইডি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত খবর, দুটি ফ্ল্যাটেই তালাবন্ধ ছিল, তাই ইডির গোয়েন্দারা ঢুকতে পারেনি। অমিত দের একটি ফ্ল্যাট বিবেকানন্দ রোড এলাকাতেও রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত অমিত দেরও নাগাল পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
জোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের সব ঠিকানাতেই এদিন সকালে পৌঁছে গিয়েছে ইডির টিম। সেই সঙ্গে জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়িতেও তল্লাশি ও জেরা চলছে। তা ছাড়া বেলেঘাটা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশিতে নেমেছেন ইডি অফিসাররা।
বৃহস্পতিবার মোট ৮টি ঠিকানায় তল্লাশি শুরু হয়েছে। এজন্য প্রায় ৫০ জনের একটি টিম নামিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। দুর্গা পুজোর আগে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বিভিন্ন পুরসভা ও রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। পুজোর পর ফের জোরকদমে তল্লাশি শুরু হয়ে গেল।