January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন রোজনামচা

২০০ কোটির প্রেমিক ‘মুখোশ’ খুলতে চাইছে এই অভিনেত্রীর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

যে প্রেমিকার জন্য কোটি- কোটি টাকা জলের মতো ব্যয় করেছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখবর, সেই প্রেমিকাই তার বিরুদ্ধে আদালতে গেছেন৷ আর এতেই মন ভেঙেছে ২০০ কোটি প্রতারণার অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের৷ যাকে তিনি  প্রেমিকা বলছেন সেই জ্যাকলিন অবশ্য প্রথম থেকেই তার সঙ্গে সমস্ত সম্পর্ক অস্বীকার করে এসেছেন৷  এবার সেই জ্যাকলিনের বিরুদ্ধে হুমকি দিয়ে মুখোশ খুলে দেওয়ার দাবি করলেন সুকেশ৷
সুকেশ অবশ্য প্রথম থেকেই দাবি করে এসেছেন, বলিউডের অভিনেত্রী তাঁর প্রেমিকা৷ দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের৷ তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়৷ ব্রান্ডেড ব্যাগ থেকে লাক্সারি গাডি়, কোটি কোটি টাকার উপহারও দিয়েছিলেন জ্যাকলিনকে৷ কিন্ত্ত জ্যাকলিন বরাবরই তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন৷ সম্প্রতিই সুকেশের বিরুদ্ধে জ্যাকলিন আদালতে যান৷ আর এতেই রেগে কাঁই ‘কনম্যান’৷ এবার জ্যাকলিনের মুখোশ খুলে দেওয়ার হুমকি দিলেন তিনি৷ অভিনেত্রীর আসল চেহারা সবার সামনে আনবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন সুকেশ৷ ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার হয়েছেন সুকেশ চন্দ্রশেখর৷ দিল্লির মান্ডোলি জেলে বন্দি রয়েছেন তিনি৷ সেখান থেকেই তিনি শুক্রবার একটি বিবৃতি জারি করে জ্যাকলিনের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেন৷ সুকেশ লেখেন, ‘আমি কখনও স্বপ্নেও ভাবিনি, কিন্ত্ত আমার মনে হয় হৃদয় তৈরিই হয়েছে ভাঙার জন্য৷ অনুভববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্ত্ত কাউকে তোমার পিঠে ছুরি মারতে বা কারোর কাছে নিজেকে সহজলভ্য করে তুলতে পারো না৷’
প্রসঙ্গত, সম্প্রতিই জ্যাকলিন ফার্নান্ডেজ আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ আদালতে আবেদন করেছিলেন যে সুকেশ চন্দ্রশেখর যেন আর কখনও তাঁর নামে চিঠি না লেখেন৷ সুকেশ এ দিন দাবি করেন, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে অদেখা, অজানা প্রমাণ আনবেন, যা তাঁর সমস্ত দাবিকে সত্যি বলে প্রমাণিত করবে৷ জ্যাকলিনের নাম না নিয়েই সুকেশ নিজেদের মধ্যে চ্যাট, স্ক্রিনশট ও রেকর্ডিং সামনে আনবেন বলে দাবি করেছেন৷ এই চ্যাট-স্ক্রিনশট তাদের সম্পর্কের সত্যতা সামনে আনবে বলে দাবি সুকেশের৷ আরও দাবি, তিনি একজনের  সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘রিচ’ বাড়াতে ও তাঁর অন্যতম এক প্রতিযোগী অভিনেত্রীর সঙ্গে টক্কর দিতে অনেক টাকা ঢেলেছিলেন৷ খোলা চিঠিতে সুকেশ লেখেন, “বিশ্বের সামনে আসল সত্যিটা আনা দরকার৷”

Related Posts

Leave a Reply