যেমন পোড়াবে তেমন ভিজবে দুই বঙ্গ, জানাল হাওয়া অফিস
কলকাতা টাইমস :
ফের একবার দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা। বুধবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে বঙ্গে জলীয় বাতাস প্রবেশ করবে। ফলে বাড়বে গরম। কলকাতায় রাতের তাপমাত্রা এক ধাক্কায় ছয় ডিগ্রি বেড়ে গিয়েছে। বৃহস্পতি ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবার কলকাতায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবারও বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে এক ধাক্কায় রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। বেড়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। আগামী দু’তিন দিনে বেশ কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণও। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ার সংস্পর্শে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ।