November 24, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জগনান এর ৩০ এর চিনা নাম রেখে বিতর্কে বেজিং

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ফের পায়ে পা দিয়ে ঝগড়ার উদাহরণ দেখাল চিন৷ ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচলের তিরিশটি জায়গার চিনা নামকরণ করে চিন বোঝাতে চাইল সেগুলি আদতে চিনের অংশ৷ অরুণাচল প্রদেশকে চিন জগনান বলে৷ স্বভাবতই বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জগনান প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে৷ এই তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার উল্লেখ আছে৷
প্রসঙ্গত, এটি প্রথম নয় যখন চিন অরুণাচল নিয়ে কারসাজি করছে বা নাম পরিবর্তন করে নিজের বোঝাতে চাইছে৷ গত বছরও চিন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চিনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই রাজ্যে দুটি দীর্ঘ টানেলের উদ্ধোধন করেন৷ টানেল দুটি সেনা বাহিনীর জন্য খুবই প্রয়োজন ছিল৷
পররাষ্ট্র মন্ত্রকের খবর, টানেল উদ্বোধনের পর থেকেই বেজিং   অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে৷ জগনান অর্থাৎ অরুণাচল চিনের অংশ বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে৷ পাল্টা ভারতও জবাব দিয়েছে৷
চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, রবিবার নতুন করে আরও তিরিশটি জায়্গার চিনা নামকরণ করেছে বেজিং৷সরকারি ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে চিনা প্রশাসন৷

Related Posts

Leave a Reply