November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

একি! ছায়াই হারিয়ে গেলো বেঙ্গালুরুর 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
রদুপুরে ছায়াহীন বেঙ্গালুরু৷ বুধবার এক বিরল ঘটনার সম্মুখীন রইল দেশ৷ এদিন বেলা  ১২টা ১৭ মিনিট থেকে বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত ছায়াসঙ্গী ছিল বেঙ্গালুরু৷ উল্লেখ্য, গতবছর জুন মাসে কলকাতাতেও এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছেন মানুষজন৷ এক কথায় বলতে গেলে, যেদিন কয়েক মুহূর্তের জন্য কোনও কিছুর ছায়া দেখা যায় না, তাকেই ছায়াহীন দিবস বলা হয়৷
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার গণনা অনুসারে, কয়েক মিনিটের জন্য সূর্য কোনও কিছুর উপর ছায়া ফেলে না৷ সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, তখন মাটির সঙ্গে ৯০ ডিগ্রিতে থাকা কোনও বস্তুর ছায়া দেখা যায় না৷ আর সেই কারণেই একে বলা হয় ছায়াহীন অবস্থা৷ এই ঘটনা একবার নয়, ক্রান্তীয় অঞ্চলে বছরে দু’বার ঘটে৷ এই সময়ে সূর্য মাথার ঠিক উপরে তার সর্বোচ্চ বিন্দুতে থাকে৷ কিন্ত্ত তাতেও কোনও ছায়ার সৃষ্টি হয় না৷
ভূ-বিজ্ঞানের নিয়ম অনুসারে পুরোপুরি মহাজাগতিক এক ঘটনা৷ বিজ্ঞানের সূত্র দিয়েই যার ব্যাখ্যা মেলে৷ সূর্য মাথার ওপরে থাকবে অথচ ছায়া পড়বে না, এমন দিন বছরে দুবারই আসে৷  সূর্য ও পৃথিবীর কোনও অঞ্চল একই বিন্দুতে অবস্থান করলে এমন ঘটনা ঘটতে পারে৷ বছরে দুবার উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় এই ঘটনা ঘটে৷ কর্কটক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত কোনও এলাকায় সূর্যের উত্তরায়ণ (২২ ডিসেম্বর থেকে ২১ জুন) ও দক্ষিণায়নের (২১ জুন থেকে ২২ ডিসেম্বর)সময় পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে নির্দিষ্ট কৌণিক অবস্থানে হেলে থাকলে এমন ছায়াহীন দিন দেখা যায়৷ পৃথিবী পৃষ্ঠ সূর্যের সঙ্গে ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকলে সূর্যের আলো সরাসরি উল্লম্বভাবে পড়বে৷ ফলে প্রত্যেকের ছায়া তার পায়ের কাছে দেখা যাবে, পাশে পড়বে না৷ মনে হবে কোনও ছায়াই নেই৷ এটি সর্বদা কর্কট এবং মকর রাশির মধ্যবর্তী অঞ্চলে দেখা যায়৷ বেঙ্গালুরুও এমনই একটি এলাকায় মধ্যে পডে়৷

Related Posts

Leave a Reply