September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ধনকুবের হিন্দুজার মানুষের সঙ্গে এমন ব্যবহার যে, পরিবারের চার সদস্যের জেল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ব্রিটেনের সব থেকে ধনী পরিবার ভারতীয় বংশোদ্ভূত হিন্দুজা পরিবারকে সুইৎজারল্যান্ডের একটি আদালত কর্মী শোষণের অপরাধে দোষী সাব্যস্ত করল। একইসঙ্গ পরিবারের চারজনকে ৪ বছর পর্যন্ত কারাবাসের সাজা ঘোষণা করেছে।

শুক্রবার সুইৎজারল্যান্ডের আদালত ব্রিটেনের কোটি কোটিপতি ক্লাবের অন্যতম ধনকুবের হিন্দুজা পরিবারের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। জেনেভায় অবস্থিত নিজেদের একটি বাড়িতে ভারতীয় পরিচারিকা ও গার্হস্থ্য কর্মীদের শোষণ, মানসিক নির্যাতন, নিপীড়নের অপরাধে তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। মামলাগুলির মধ্যে একটি মানব পাচারের অভিযোগ থেকে বেকসুর খালাস করা হয়েছে অভিযুক্তদের। হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ভারত থেকে সুইৎজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসত। আনার পর তাদের পাসপোর্ট নিজেদের হেফাজতে রেখে দিত।

কৌঁসুলিদের দাবি, হিন্দুজা পরিবারের সদস্যরা গার্হস্থ্য কর্মীদের সামান্য বেতন দিতেন। অনুমতি ছাড়া তাঁদের বাড়ির বাইরে যাওয়ার কোনও সুযোগ ছিল না। যদিও হিন্দুজা পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তিন কর্মচারীর সঙ্গে গোপনে একটি সমঝোতায় পৌঁছেছিল হিন্দুজা পরিবার। কিন্তু অভিযোগের ভয়াবহতার কথা বিবেচনা করে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কৌঁসুলিরা।

Related Posts

Leave a Reply