১০ বছর গারদে সঙ্গে ১ কোটি টাকা জরিমানা! প্রশ্ন জানালেই আপনি শেষ
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজিসি-নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা বাতিলের পাশাপাশি পিছিয়ে দেওয়া হয়েছে সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষাও। সর্বভারতীয়স্তরের পরীক্ষাতেও এভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে দেশজুড়। তারই মাঝে এই কঠোর আইন আনল সরকার।
নিট দুর্নীতি ও নেট পরীক্ষা বাতিল প্রসঙ্গে এর আগে বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। জানা যাচ্ছে, গত ফেব্রুয়ারিতেই এই আইন সংসদে পাশ হয়েছিল। বিতর্কের জেরেই দ্রুত এই আইন কার্যকর করা হল।
নয়া আইনে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করতে গিয়ে ধরা পড়লে অভিযুক্তর সর্বাধিক ৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে। আবার জালিয়াতি সম্পর্কে জেনেও যদি পরীক্ষা আয়োজক সংস্থা রিপোর্ট না করেন, সেক্ষেত্রে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কোনও আধিকারিকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।