সোনার বাজার চটপট সেরে ফেলুন, দাম এখন নাগালে
কলকাতা টাইমস :
বছরের শুরুতেও যেখানে মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে ছিল সোনার দাম, সেখানেই বাজেট ঘোষণার পর ক্রমেই কমছে সোনার দাম। খুশি সাধারণ মানুষ। খুশি স্বর্ণ ব্যবসায়ীরাও, কারণ সোনার দাম কমতেই বিক্রি-বাট্টা বাড়ছে। আজ, বুধবারও স্বস্তি জুগিয়ে বেশ কিছুটা কমল সোনার দাম। আপনার যদি সামনে বিয়ে থাকে বা কাউকে সোনার গহনা উপহার দেওয়ার থাকে, তবে এটাই সুবর্ণ সুযোগ। তবে সোনার দোকানে যাওয়ার আগে আজ সোনা-রুপোর দর কত আছে, জেনে নিন-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩১৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৩ হাজার ১৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৩১ হাজার ৯০০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ টাকা দাম কমেছে।
২৪ ক্যারেটের ১ গ্রাম আজ রয়েছে ৬৮৯৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৮ হাজার ৯৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।