September 22, 2024     Select Language
KT Popular ব্যবসা ও প্রযুক্তি

অক্ষয়-করণের পর এফইএফ এ নবীনের শুরু

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ন্ত্রেপ্রেনিউরস ফান্ড অর্থাৎ এফইএফ তার নানান কাজের মাধ্যমে ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বৃহত্তর ফ্যাশন বিভাগকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সংগঠনের সঙ্গে রবি জয়পুরিয়া, গৌরব ডালমিয়া এবং অক্ষয় কুমার ও করণ জোহরের পর এবার নাম জুড়ল বিনোদ দুগারের। বিনোদ দুগার আরডিবি গ্রুপের প্রোমোটার তথা প্রাইমারি ইনভেস্টর।
ফ্যাশন, খেলাধুলা এবং সিএসআর জুড়ে ভারতীয় ব্যবস্থায়  অংশদারিও ছাড়াও বিনোদ দুগার জিটো অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ফাউন্ডেশন (জেএটিএফ) এর চেয়ারম্যানের ক্ষমতায় অনুকরণীয় কাজ প্রদর্শন করেছেন এবং ইন্টার কাশী ফুটবল ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে খেলার সঙ্গে জড়িত প্রতিভাদের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিনোদ  দুগার বলেন, আমাদের লক্ষ্য হল এমন সুযোগ তৈরি করা যা তরুণ প্রতিভাদের তাদের স্বপ্ন পূরণ করতে এবং ইন্ডাস্ট্রির বিবর্তনে অবদান রাখতে সক্ষম করে।”
অ্যাসোসিয়েশন সম্পর্কে কথা বলতে গিয়ে, বাগীশ পাঠক, চেয়ারম্যান এবং সঞ্জয় নিগম, ফ্যাশন এন্ত্রেপ্রেনিউরস ফান্ডের প্রতিষ্ঠাতা বলেছেন, “ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছে, আমাদের অনন্য টেক্সটাইল এবং কারুশিল্প বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

Related Posts

Leave a Reply