কলকাতা টাইমস :
টানা বসে থাকলে পায়ে ঝিনঝিন ধরে, কিন্তু সব সময় এটা সাধারণ ব্যাপার মনে করলে ভুল। বেশিক্ষণ লেখালিখি বা কম্পিউটারে টাইপ করলে যদি হাতেও এমন অনুভূতি হয় তাহলে সাবধান।
সারাদিন কম্পিউটার ঘাড় গুঁজে কাজ করতে হয়। হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে হাতে ঝিনঝিন ধরা শুরু হয়েছে। মাঝেমধ্যে অনেকক্ষণ কোনও জিনিস ধরে রাখলে হাত কাঁপে।
সাধারণত হাতের কবজির নার্ভে তার চাপ পড়লেই এই সমস্যা। নার্ভ চেপে গিয়েই এমন সমস্যা । এই অসুখ এখন শুধু কর্মরতদেরই নয়, স্কুলপড়ুয়াদের মধ্যেও বেশ প্রকট।
আরও যেটা সমস্যার তা হল এই লক্ষণ থাকলেও অনেকেই তা অবহেলা করে। তখন আরও জটিল হয় অসুখ।
সাধারণত নার্ভ চেপে গেলে অল্প বয়সে এমন হয়। হাতে ঝিনঝিন ধরতে শুরু করে। এই চাপ কবজিতে পড়ে, যেখানে টিস্যু বেড়ে হাতের মেন নার্ভ, মেডিয়ান নার্ভ বা মধ্য নার্ভের উপর চাপ পড়ে। থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ ইউরিক অ্যাসিড থাকলে এই টিস্যুতে চাপ পড়ার প্রবণতা বেশি থাকে।
এছাড়া একই কাজ অনেকদিন ধরে করতে থাকলে – যেমন ড্রিল মেশিন চালানো, কম্পিউটার টাইপিং ইত্যাদি কাজ করলে কবজিতে মুভমেন্ট বেশি হয় ফলে চাপ বাড়ে। মহিলাদের এই ধরনের টিস্যু গ্রোথ ও বেশি হয়। একে ডাক্তারি পরিভাষায় কার্পেল টানেল সিনড্রোম বলা হয়। এক্ষেত্রে প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, তারপর না কমলে সার্জারি করতে হয়।