November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হিজবুল্লা মেটাতে আরো বলি ২১

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হিজবুল্লা নিকেশ অভিযানে নেমে ইরানকে প্রায় স্মশানে পরিণত করেছে ইজরায়েল। ইজরায়েলি হামলা থেকে বাদ যায়নি স্কুল-হাসপাতালও। প্রতি হামলার পর নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লার সমস্ত ঘাঁটিতেই এই হামলা চলবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা সূত্রে খবর, মঙ্গলবার সকালে দক্ষিণ গাজায় হামলা চালায় ইজরায়েল সেনা। এবার ইহুদি সেনার নিশানায় ছিল সলাহ-আল-দিন মসজিদ। এই হামলার জেরে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  আবার এর আগেরদিন সোমবার গভীর রাতে লেবাননের উত্তরাঞ্চলে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহরে বিমান হামলা চালায় ইজরায়েল। এই হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে  দাবি করেছে ইরান স্বাস্থ্যমন্ত্রক।

হেজবোল্লার ঘাঁটি হিসেবে পরিচিত লেবাননের রাজধানী বেইরুট, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলগুলি। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মূলত এই অঞ্চলগুলিতেই হামলা জারি রেখেছিল ইজরায়েল। এই সব এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে উত্তরাঞ্চলে বাড়িভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন সেখানকার মানুষ। তেমনই বেশ কয়েকটি আবাসিক ভবনকে টার্গেট করে এই হামলা চালায় ইজরায়েল। যার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন।  

গত রবিবারও গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির-সহ একাধিক জায়গায় হামলা চালিয়েছিল ইজরায়েল সেনা। সেই হামলায় প্রাণ হারান অন্তত ৪১ জন। মৃতদের মধ্যে ছিল ১৩ শিশুও।

Related Posts

Leave a Reply