৩ মাসেও তসলিমাকে অনুমতি দিলো না ভারত, এবার ?
প্রায় ২০ বছর ধরে রেসিডেন্স পারমিটের দৌলতে ভারতে রয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন। সেই পারমিটই ফুরিয়েছে প্রায় ৩ মাস আগে। উদ্বিগ্ন তসলিমা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফোনে ও মেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগযোগের বহুবার চেষ্টা করেছি। কিন্তু উত্তর মেলেনি। লেখিকার কথায়, ‘এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হল দিল্লিতে। এ বার আমি কোথায় যাব? তিনি আরও বলেন, যে রাজ্যে ভাষার টানে আর প্রাণের টানে বাস করছিলাম, সে রাজ্যও অজ্ঞাত কারণে নির্বাসন দিল। আর যে শহরে বাস করছি এখন, অন্য কোনও দেশে বাস করার কোনও উপায় নেই বলে, সে শহরও কি অবশেষে আমায় বেরিয়ে যেতে বলবে ?’
প্রসঙ্গত ১৯৪৪ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েকবছর ইউরোপে বসবাস করেছিলেন তসলিমা। এরপর ২০০৪ সালে তিনি এদেশে চলে আসেন।ভারতেও বেশ কয়েকবার অবস্থার বদলের পর তিনি ২০১১ সাল থেকে দিল্লিতে বসবাস করছেন। বাংলাদেশ ২০১৭ সালে প্রযুক্তিগত ত্রুটির কারণ দেখিয়ে তাঁর পারমিট বাতিল করে ।