November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

উৎসবের আনন্দে ঋনেও স্বস্তি, সুদের হার কমাল এই ব্যাঙ্ক

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
দেশের বৃহত্তম ঋণদাতা ব‌্যাঙ্ক উত্সবের মরশুমে আগে তহবিল-ভিত্তিক ঋণের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। এক মাসের মেয়াদে কমানো হয়েছে এই সুদের হার। ফলে ঋণ বাবদ উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি মিলবে মধ‌্যবিত্তের।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত তথ্য অনুসারে, তাদের ফান্ডভিত্তিক ঋণের হারে এক মাসের মার্জিনাল কস্ট ৮.৪৫ শতাংশ থেকে কমিয়ে ৮.২০ শতাংশ করা হয়েছে। পরিবর্তিত এই হার, ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে। যে সমস্ত গ্রাহক এমসিএলআর ভিত্তিতে ঋণ নিয়েছেন তাঁরা সকলেই এসবিআই-এর তরফে এই সুবিধা পাবেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে স্টেট ব‌্যাঙ্ক তাদের ঋণের বেস রেট ১০.৪০ শতাংশ কার্যকর করেছে।

এমসিএলআর-ভিত্তিক ঋণের উপর সুদের হারগুলি পর্যালোচনা করে বর্তমানে তা ৮.২০ শতাংশ থেকে ৯.১ শতাংশ পর্যন্ত রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Related Posts

Leave a Reply