নিঃশব্দ করে দেবে ভারতের এই গুপ্তচরের ‘কীর্তি’, উত্তাল মার্কিন আদালত থেকে এফবিআই
কলকাতা টাইমস :
মার্কিন আদালতে এক ভারতীয়ের বিরুদ্ধে মামলা ওঠায় বেজায় অস্বস্তিতে ভারত। যদিও সেই ব্যক্তি অতি সাধারণ কেউ নন বলেই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার। মার্কিন বিচার বিভাগ শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রাক্তন সদস্য বিকাশ যাদবকে অভিযুক্ত করেছে। তবে শুধু মার্কিন আদালতে মামলা নয় এই বিকাশ যাদবকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তাঁর পোস্টার ছাপিয়ে হুলিয়া জারি করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মার্কিন বিচার বিভাগের বিবৃতি অনুসারে, যাদবের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।
মার্কিন-কানাডিয়ান দ্বৈত নাগরিক গুরুবন্ত সিং পান্নুন খালিস্তান সমর্থনকারী বিশিষ্ট শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা, জনকে ভারত নিষিদ্ধ করেছে বহু আগে। মার্কিন আদালত র আধিকারিক বিকাশ যাদবের বিরুদ্ধে পান্নুনের হত্যার ছক কষার পাশাপাশি মানি লন্ডারিংয়ের অভিযোগও এনেছে।
এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, যাদবের বিরুদ্ধে ভাড়ার জন্য খুন এবং অর্থ পাচারের ষড়যন্ত্র সহ তিনটি অভিযোগ রয়েছে। তিনি নিখিল গুপ্তের মার্কিন কারাগারে বর্তমানে বন্দি তার সঙ্গে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। যদিও এই মামলা ওঠার পরই ভারত সরকার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য জানিয়ে দিয়েছে, যাদব এখন আর ভারত সরকারের কর্মী নন, তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
দেশের বাইরে যেমন এই মামলা ভারতকে অস্বস্তিতে ফেলেছে দেশের অন্দরেও আবার বিপাকে দিল্লি সরকার। শুক্রবার সংসদে বিকাশ যাদব প্রসঙ্গ তুলে তৃণমূল জবাব চাইল মোদী সরকারে কাছে। আমেরিকার মাটিতে খলিস্তানপন্থী জঙ্গি গুরুপতবন্ত সিংহ পন্নুনকে খুনের চেষ্টায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং)-এর কোনও ভূমিকা আছে কি না, তাই নিয়ে সংসদে মোদীকে প্রশ্নবাণে ঘিরে ধরলেন তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ।
উল্লেখ্য, বিকাশ যাদবের জন্ম ১৯৮৪ সালের ১১ ডিসেম্বর, হরিয়ানায়। কোড নেম সিসি-ওয়ান। ভারতীয় বিকাশের ছদ্মনাম ‘আমানত’। এফবিআইয়ের পোস্টার অনুযায়ী বিকাশের এই নামটি ব্যবহার করা হয় সহযোগী, অন্য ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিসার বিকাশ যাদব র-এ ডেপুটেশনে গিয়েছিলেন। । সে ৫৩ বছর বয়সি নিখিল গুপ্তার সঙ্গে যুক্ত থেকে পান্নুনকে খুনের চক্রান্ত করেছিল। যাদব এখন পালিয়ে বেড়াচ্ছে।