বাইজু রবীন্দ্রন দুবাই নিয়ে যা বললেন ….
কলকাতা টাইমস :
দেনার দায়ে ভারাক্রান্ত বেঙ্গালুরুর এডু-টেক সংস্থা বাইজুস। কোভিড কালে যে সংস্থা ছাত্র-ছাত্রীদের কাছে ছিল সব থেকে বেশি প্রিয় সেই সংস্থায় আজ প্রায় উঠে যাওয়ার মুখে। এমনকি কিছুদিন আগেই শোনা যায় সংস্থার প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু শুক্রবার সেই গুজব উড়িয়ে বাইজুস প্রতিষ্ঠাতা রবীন্দ্রন জানালেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে লোকেরা ভাবছে আমি দুবাই পালিয়ে এসেছি। কিন্তু আমি একবছর আগে দুবাই এসেছি আমার বাবার চিকিৎসার জন্য। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পালাইনি। এই নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে।’
তিনি বাইজুসকে ফের কীভাবে ঘুরে দাঁড় করানো যায় তা নিয়েও এদিন জানালেন, তাঁর আশা সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়াবেই বাইজুস। তিনি বলেন, ”যাই হোক, আমরা রাস্তা খুঁজে বের করবই। যদি ওঁরা আমার সঙ্গে কাজ করতে চান, আমি ওঁদের টাকা ফিরিয়ে দেব। আমরা ১৪০ মিলিয়ন ডলার দিয়েছি। কিন্তু ওরা পুরো ১.২ বিলিয়ন ডলারই চাইছে, যা আমরা বিনিয়োগ করেছি অথবা প্রতিশ্রুতি দিয়েছি দেওয়ার।