November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ঝাড়খণ্ডে ৬৮ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা বিজেপির 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শুক্রবার ঝাড়খণ্ডে তার আসন ঘোষণা করল এনডিএ। এদিন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডে বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হিমন্ত শর্মা ৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন। বাকি ১৩ টি কেন্দ্র ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) ১০টি এবং জনতা দল (ইউনাইটেড) জেডি ইউ  দুটি আসনে, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এলজেপি(আরভি) একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার রাঁচিতে জেএমএম প্রধান হেমন্ত সোরেনের বাড়িতে বৈঠকে বসে ইন্ডিয়া জোট। সেখানে কংগ্রেস, আরজেডি এবং লিবারেশনের প্রতিনিধিরা হাজির ছিলেন।  এক যৌথ সাংবাদিক সম্মেলনে হিমন্ত শর্মা বলেন, আমরা সর্বসম্মতভাবে ঠিক করেছি আজসু লড়াই করবে ১০টি আসনে। জেডিইউ লড়বে ২টি আসনে এবং এলজেপি একটি কেন্দ্রে প্রার্থী দেবে।

আসন ঘোষণার সঙ্গে এদিন হিমন্ত শর্মার পাশে ঝাড়খণ্ড নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত  এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপি রাজ্য ইউনিটের সভাপতি বাবুলাল মারান্ডি এবং এজেএসইউ সভাপতি সুধেশ মাহাতোকে উপস্থিত থাকতে দেখা যায়।  এদিন ঝাড়খণ্ডে বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ প্রশ্নে এড়িয়ে যান হিমন্ত শর্মা। তিনি সাংবাদিকদের বলেন আমরা নির্বাচন নরেন্দ্র মোদীকে সামনে রেখে তাঁর নেতৃত্বে লড়ছি। পরবর্তীতে কী হবে তা পরেই ঠিক হবে।

এদিকে, আসন সমঝোতা ঘোষণার দিনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আজসু নেতা উমাকান্ত রজক দলত্যাগ করলেন। বিজেপির সঙ্গে আজসুর আসন বণ্টন নিয়ে মতানৈক্যের জেরেই তিনি পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দু’দফায় নির্বাচন। ফল ঘোষণা ১৮ এবং২৩ নভেম্বর।   

Related Posts

Leave a Reply