কোটি-কোটি ঘর থেকে বেরোয় এবার দুবছর পর তিনি বেরোলেন
কলকাতা টাইমস :
কেজরিওয়ালের জামিনের পর আরেক সুখবর আপের কাছে। অবশেষে জামিন পেলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। প্রায় দু বছর তিহাড় জেলে বন্দি থাকার পর অবশেষে রাজধানীর রাউস অ্যাভেনিউ কোর্ট শুক্রবার ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রকে বেআইনি পথে অর্থ লেনদেনের মামলায় গ্রেফতার করেছিল ইডি ও সিবিআই।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগে দিল্লির আম আদমি পার্টির প্রথমসারির চার নেতাকে গ্রেফতার করেছিল ইডি-সিবিআই। তাঁদের প্রথম গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে। তাঁর বাড়ি ও অফিস থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করে ইডি।
পরে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের গ্রেফতার করা হয় দিল্লির মদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। তাঁরা আগেই জামিন পেয়েছেন।