November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বিশ্বে সর্বোচ্চ রেকর্ড দিল্লির, লজ্জায় নিচু ভারতের, কারণ …

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ব্দ বাজির তাণ্ডবে দীপাবলির পরের দিন বিশ্বের সর্বোচ্চ দূষণের মাত্রা ছাড়াল দিল্লি! রাজধানীর দূষণ নিয়ে সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

জানা যাচ্ছে, প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন এই বিষাক্ত দূষণের শিকার। ক্রমবর্ধমান দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। সমীক্ষকদের দাবি, দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তা সরাসরি জনগণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, দীপাবলীর পরের দিন রাজধানীর স্থানীয় সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দাবি করা হয়েছে, বৃহস্পতিবার দীপাবলির রাতে একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স)ও দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৯৯৯-এ পৌঁছেছে, যা দিল্লি এবং এনসিআরের বেশ কয়েকটি অংশে সর্বোচ্চ রেকর্ডযোগ্য স্তর।

দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং গাজিয়াবাদের বাসিন্দাদের কাছ থেকে ২১ হাজারের বেশি প্রতিক্রিয়া সংগ্রহ করেছেন সমীক্ষকরা। তার ভিত্তিতে তৈরি রিপোর্টে দাবি করা হয়েছে, শতকরা ৬৯ শতাংশ পরিবারে এক বা একাধিক সদস্যের গলা ব্যথা বা কাশি রয়েছে। ক্রমবর্ধমান দূষণের কারণে শতকরা ৪৬ শতাংশের চোখে জ্বালাপোড়া ভাব বা নাক দিয়ে জল পড়ছে। শতকরা ৩১ শতাংশের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বা হাঁপানি সংক্রান্ত সমস্যা। দূষণের কারণে কাজে মনযোগ দিতে অসুবিধা হচ্ছে ২৩ শতাংশের, ৩১ শতাংশের মধ্যে মাথাব্যথার উপসর্গ রয়েছে। ঘুমাতে অসুবিধা হচ্ছে ১৫ শতাংশের। অন্যদিকে ৩১ শতাংশের দাবি দূষণের কারণে তাদের পরিবারে কারও কোনও সমস্যা নেই।

Related Posts

Leave a Reply