January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

কাজ শেষ, পাইলট মাঝপথে যাত্রীদের ছেড়ে যা করলেন…

[kodex_post_like_buttons]

মাঝপথেই যাত্রীদের ছেড়ে বাড়ির দিকে রওনা হলেন পাইলট। ফলে, যাত্রীদের কয়েক ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বাসে করেই গন্তব্যে পৌঁছাতে হল। এমনটাই ঘটেছে দেশের অন্যতম প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াতে। কী এমন হয়েছিল?

বর্তমানে দিল্লিতে দূষণের কারণে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এর ফলস্বরূপ, অনেক বিমান নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীতে অবতরণ করতে পারছে না। এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এআই-২০২২ বিমানটিকেও একই কারণে সঠিক সময়ে দিল্লিতে অবতরণ করানো সম্ভব হয়নি। তাই সেটিকে জয়পুরে সরিয়ে দেওয়া হয়। সেখানেই অবতরণ করানো হয় বিমানটিকে। তাতে ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে ছিলেন। তাঁদের সবাইকেই বাসে করে গন্তব্যে পৌঁছাতে হয়।

রবিবার রাতে স্থানীয় সময় ১০টায় প্যারিস থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি, যা সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেই নির্ধারিত সময়ে তা পৌঁছতে পারেনি। কারণ একটাই। তা হল দিল্লির দূষণ। চারিদিক ঢেকে গিয়েছিল ধুলো আর ধোঁয়াশায়। ফলে বিমানটিকে জয়পুরে অবতরণ করতে বাধ্য হন পাইলট।

Related Posts

Leave a Reply